টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১২:৩৮ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে
তাদের পরিচয় পাওয়া যায়নি।
তবে নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মা সহ তিনজন নিহত হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় সনাক্তে যোগাযোগ করা হচ্ছে।
এসএ/