ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার
লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেঞ্চ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মাদরাসা ছাত্রের। নিহত মাদরাসা ছাত্রের নাম মাহমুদের হাসান শুভ। সে চর লরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস সহিদের ছেলে ও স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।
শুক্রবার কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের হাজি রোডের লরেঞ্চ-সাহেবের হাট সড়কে রাস্তার খোকন চেয়ারম্যান ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় চর লরেঞ্চ বাজার থেকে সাইকেল যোগে বাড়ির ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় দেয়। এতে সে গুরুতর জখম হয়ে সড়কের পাশে চিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়েছি। নিহতের পরিবার আইনের আশ্রয় চাইলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কেআই//