ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর ব্যাক্তিগতসহকারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। 

শ্রীমঙ্গল চৌমুনা চত্তরে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এর যৌথ আয়োজনে মানববন্ধনে ৯ টি সংগঠনের ব্যানারে ১৩টি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন। 

এ সময় বক্তারা সাংবাদিক ইমাম হোসেন সোহেলের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আটকের দাবি জানান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের সময় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন রাহিদের উপর হামলার জন্যও নিন্দা জ্ঞাপন করেন। 

আরো বক্তব্য রাখেন, ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, সহসভাপতি দীপংকর ভট্রাচার্য্য, যুগ্ম সঞ্জয় কুমার দে, 

মানববন্দনে ও প্রতিবাদ সভায় একাত্বতা প্রকাশ করে প্রতিবাদে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ব্লাডম্যান শ্রীমঙ্গল, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি. মানবাধিকার সংস্থা, আলোর শক্তিসহ ১৪টি সংগঠন অংশ নেয়।

আরকে//