সুন্দরবনে কাঁকড়া শিকার করায় আটক ২
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকাড়া শিকার করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারী এই দুই মাস সুন্দরবনের অভ্যন্তরে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।
রবিবার (৯ জানুয়ারি) সকালে মোংলার পশুর নদীর মোহনা থেকে তাদের আটক করে নৌ পুলিশ।
আটককৃতরা হলেন- রবিউল শেখ (৩২) ও মোঃ শাহজাহান শেখ (৪১)। তাদের বাড়ি মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামে।
মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শরিফ হোসেন বলেন, সকালে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কাঁকড়াসহ এ কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনকর্তাদের সহযোগিতা নিয়ে আইনগত ব্যবস্থা হবে বলেও জানান তিনি।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারি বন সংরক্ষক) মোঃ এনামুল হক বলেন, যেহেতু জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসে সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা রয়েছে, তাই আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বনের ভিতরে ঢুকেছে এই প্রশ্নে তিনি বলেন, বিশাল বনে জনবল কম থাকায় হয়তো রাতের বেলা তারা ঢুকে পড়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
এএইচ/