ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

শনাক্ত রোগী বেড়ে দেড় হাজারের কাছাকাছি, মৃত্যু ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ০৮:০৪ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার

দেশে করোনাভাইরাসের দৈনিক শনাক্তের হার বেড়ে সাতের কাছে পৌঁছেছে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন, যাতে শনাক্তের হার ৬.৭৮ শতাংশ। শনিবার এ হার ছিল ৫.৭৯ শতাংশ। শুক্রবার ছিল ৫.৬৭ শতাংশ। এতে টানা তিন দিন শনাক্তের হার পাঁচের ওপরেই রইল। এছাড়া গত এক দিনে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ২১৭ জন।

রোববার (৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১ হাজার ৪৯১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ২১৭ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন তিনজন। এদের একজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ১০২ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

ইতিমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন দেশেও শনাক্ত হয়েছে। ১০ জনের শরীরে নতুন এই ভেরিয়েন্টটি ধরা পড়েছে। অতি দ্রুত সময়ে ছড়িয়ে পড়া ভেরিয়েন্টটি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, পরিস্থিতি বেসামাল হয়ে গেলে আবার দেশে বিধিনিষেধ জারি হতে পারে।

আরকে//