শার্শায় ইজিবাইক চাপায় শিশু নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
যশোরের শার্শায় ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে হুসাইন নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৯ জানুয়ারী) বিকেলে জামতলা-বালুন্ডা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হুসাইন বালুন্ডা গ্রামের আব্দুল গফফারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় শিশু হুসাইন বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলছিলো। এসময় অসাবধনত বসত রাস্তায় উঠতেই বালুন্ডা হতে ইছাপুরগামী একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন ঘটনাস্থলে নিহত হয়। হুসাইনের মৃতু্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি দেখায় থানায় কোন অভিযোগ করেনি কেউ।
কেআই//