টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে নারীসহ নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৬ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান জানান, গেল রাত ১১টার দিকে টঙ্গী নতুন বাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।
ধারণা করা হচ্ছে, ওই নারী রেল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।
অপরদিকে, রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় অপর একটি ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেল পুলিশ।
এএইচ/