বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি পুরাতন রেজিস্টার ভবন ও শহীদ মিনার সংলগ্ন সড়ক হয়ে বঙ্গবন্ধু হলের সামনে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন, আমরাই তাকে স্বাধীন বাংলায় রাখতে পারিনি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজো আমাদের পাকিস্তানী প্রেতাত্মাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে শপথ নিচ্ছি যে, আমরা কখনও অন্যায়ের সাথে আপোষ করবো না। যারা ষড়যন্ত্র ও অরাজকতার পাঁয়তারা করছে বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই।’
এএইচ/