ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কক্সবাজার সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালিত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এ কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকা রাউন্ড টেবিল ও কক্সবাজার টুরিস্ট পুলিশের সহযোগিতায় এ আয়োজনে আরএফএল গ্রুপের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

আর এন পাল বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এপ্রেক্ষিতে আমরা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। এরই অংশ হিসেবে এবার আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে টেল প্লাস্টিকসের সৌজন্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি হাতে নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, ‘এ কমসূচির উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। আগামীতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের বিভিন্ন নদী বন্দরে এ ধরনের কর্মসূচি পালন করার ইচ্ছা রয়েছে।’

এ সময়ে টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান ও হেড অফ মার্কেটিং ফাহিম হোসেনসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/