ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

১৭ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্তর থেকে ১৭ কেজি গাজাসহ এক মাদক করবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার ভোর রাতে আহসান উল্লাহ (২৭)কে আটক করা হয়। আটককৃত লক্ষিপুর জেলার বশিকপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

র‌্যব-১২’র সহকারী পুলশি সুপার মোঃ মোস্তাফজিুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে তার নেতৃত্বে একটি টিম বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্তরে অভিযান চালায়। সেখান থেকে ১৭ কেজি গাজাসহ আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এএইচ/