ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় আক্রান্ত কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

করোনায় আক্রান্ত কলকাতার বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এইমুহূর্তে নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন আশি পেরোনো এই কিংবদন্তি সাহিত্যিক।

করোনায় আক্রান্ত বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গত ২ জানুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য মালদা গেছিলেন তিনি। যদিও করোনা আবহের কারণে সেই বইমেলা স্থগিত হয়ে গেছে। এরপর বাড়ি ফিরে আসার পর শারীরিক দুর্বলতা বোধ করতে শুরু করেন। সঙ্গে দেখা দেয় সর্দি কাশি।

শেষমেশ করোনা পরীক্ষা করান। এর পরেই তার রিপোর্টে কোভিড পজিটিভ আসে। লেখকের কন্যা দেবলীনা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান দিন আটেক আগেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আগের থেকে ভালোই আছেন।

এদিকে লেখক নিজেই জানিয়েছেন এইমুহূর্তে শারীরিক দুর্বলতার সঙ্গে যোগ হয়েছে ক্লান্তি। পাশাপাশি রয়েছে স্বাদহীনতা, খাবারে অরুচির লক্ষণও দেখা গেছে।

চিকিৎসকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে তার পরিবার। শীর্ষেন্দুর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার সমরেশ মজুমদার, প্রচেত গুপ্তের মতো জনপ্রিয় সাহিত্যিকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি