ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ৩টি বসতঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ১১:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ভস্মিভূত হয়েছে ৩টি বসতঘর। বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১১টার দিকে বসুরহাট পৌরসভার শুটকি ঘোনা এলাকার জাবেদের রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে আরও তিনটি বসতঘর ভস্মিভূত হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবার গুলো দাবি অগ্নিকান্ডে তাদের ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে। এর আগে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কেআই//