ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৪ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

রোমাঞ্চকর ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। পরে অতিরিক্ত সময়ের গোলে জয়ের দেখা পায় কার্লো আনচেলত্তির দল। তাতে সেমিফাইনাল থেকে বিদায়ঘণ্টা বাজে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটিতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিউস জুনিয়রের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন লুক ডি ইয়ং। করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর বার্সাকে সমতায় ফেরান ফাতি। আর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন ফেদে ভালভেরদে।

গোলের উদ্দেশ্যে বার্সেলোনা ২০ শটের ছয়টি রাখতে পারে লক্ষ্যে। আর রিয়ালের ১৪ শটের লক্ষ্যে ছিল আটটি।

ম্যাচের ২৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্রথমে লিড নেয় রিয়াল মাদ্রিদ। বেনজেমার পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়াস। ৪১তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে বার্সেলোনা। গোলমুখে বল ক্লিয়ার করতে শট নেন মিলিতাও, সেই বল লুক ডি ইয়ংয়ের পায়ে লেগে চলে যায় জালে। তাতে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ৬৯তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি রিয়াল। পোস্টে বাধা পেয়ে ফিরে আসে বেনজেমার শট। এর তিন মিনিট পর অবশ্য ব্যর্থ হননি তিনি।

৭২তম মিনিটে বেনজেমার গোলে আবারও লিড নেয় লা লিগায় টেবিলের শীর্ষ দল রিয়াল। টের স্টেগেনের ঠেকানো বল চলে যায় অরক্ষিত বেনজেমার পায়ে। আর সহজেই গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

তবে ৮৩তম মিনিটে ফাতির গোলে লড়াই জমিয়ে সমতায় ফেরে বার্সা। কর্নার থেকে বল পেয়ে গোলমুখে বাড়ান জর্দি আলবা আর হেডে লক্ষ্যভেদ করেন তরুণ ফরোয়ার্ড ফাতি। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভেরদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর বাড়ান বল নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে বাকি কাজটি সারেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

তারপরও লড়াই চালিয়ে যায় বার্সা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কাতালানরা। ফলে জয়ের উচ্ছ্বাস রিয়ালের শিবিরেই দেখা মেলে। 

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

এএইচ/