নির্বাচনী আক্রোশে পুড়িয়ে দেয়া হল কৃষকের বীজতলা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫১ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগাছানাসক ওষুধ ছিটিয়ে সাধারণ কৃষকের বোরো ধানের বীজতলা পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ৫০-৬০ বিঘা জমিতে ধান চাষ। স্থানীয়রা ধারণা করছেন, এটি নির্বাচনী আক্রোশ।
বুধবার জমিতে গিয়ে দেখেন কে বা কারা তাদের বীজতলায় আগাছানাশক স্প্রে করে সব নষ্ট করে দিয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার কৃষি বিভাগের লোকজন ছুটে যান সেখানে। তাদের ধারণা, দুই একদিন আগে কোন চক্র আক্রোশমূলক এ কাজটি করেছে। কেননা, পাশের বীজতলা অক্ষত রয়েছে।
সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী আক্রোশ মেটাতে কোন চক্র এই কাজটি করতে পারে, ধারণা এলাকাবাসীর।
কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হালীচারার পাশাপাশি জমির আশপাশের ঘাসও মরে গেছে, এখানে কেউ ঘাস মারার ওষধ স্প্রে করে থাকতে পারে। এ হালচারা আর কাজে আসবেনা, জানান তিনি।
কৃষক প্রশান্ত দেব জানান, তাদের কষ্টের বীজতলা নষ্ট হওয়ায় এখন পথে বসতে হবে। ধারকর্জ করে বীজতলা তৈরি করেছিলেন তিনি।
ক্ষতিগ্রস্ত আরেক কৃষক জয়রাম প্রজাপতি জানান, ‘নিজের জমি নেই, পরের জমি বর্গাচাষ করেন। এখন জমির মালিককেই কি বুঝ দেবেন আর নিজের ভবিষৎ খোড়াকিই বা কিভাবে আসবে।’
এ ঘটনায় কৃষকদের সহায়তা এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
এএইচ/