ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ এএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

নতুন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ফের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি এই মাসে তাদের তৃতীয় অস্ত্র পরীক্ষা বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার ৫ নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং জোরালো হুঁশিয়ারী জানানোর কয়েক ঘন্টা পরেই সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, উত্তর পিয়ংগান প্রদেশ থেকে নিক্ষেপ করা স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত জাপানের জলসীমার বাইরে পড়েছে। বারবার পরীক্ষা চালানো ইঙ্গিত দিচ্ছে যে, পিয়ংইংয়ের লক্ষ্য হচ্ছে তাদের উৎক্ষেপণ প্রযুক্তি উন্নত করা।

পিয়ংইয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানি’র অভিযোগ তোলার কয়েক ঘন্টা পরে শুক্রবারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। সাম্প্রতিক এই সপ্তাহে আরোপিত নতুন নিষেধাজ্ঞার এক প্রতিক্রিয়ায় ধারাবাহিকভাবে এই অস্ত্র পরীক্ষা চালানো হয়।

সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, বেলা ২টা ৪১ মিনিট থেকে ২টা ৫২ মিনিট (গ্রিনীজ মান সময় ০৫৪১ ও ০৫৫২ টায়) পর্যন্ত সময়ে ক্ষেপণাস্ত্রগুলো ৩৬ কিলোমিটার উচ্চতায় ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।  

সিউলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় "গভীর দুঃখ" প্রকাশ করেছে। পিয়ংইয়ং গত বছরের সেপ্টেম্বরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এবং এই মাসে আরো দুটি সফল পরীক্ষা চালায়।

এর জবাবে যুক্তরাষ্ট্র এ সপ্তাহে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে "দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা" চালিয়েছে।

এসি