ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

মহিউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ৯৭তম জন্মবার্ষিকী ১৫ জানুয়ারি, শনিবার। ১৯২৫ সালের এই দিনে পিরোজপুরের মঠবাড়িয়ায় তার জন্ম হয়।

দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে মহিউদ্দিন আহমেদের খ্যাতি ছিল। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৭ সালের ১২ এপ্রিল তার মৃত্যু হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত এই নেতার পরিবার ও মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা ও মঠবাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসএ/