ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

নোয়াখালীতে ৩৫০ উপকারভোগীর মাঝে দলিল বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২ এএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

উপকূলীয় বন বিভাগ কর্তৃক নোয়াখালীর সুবর্ণচরে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়নের আওতায় ৩৫০ জন উপকারভোগীদের মাঝে দলিল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে পূর্ব চরআমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে দলিলগুলো বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। তিনি বলেন, ‘নোয়াখালীতে একদিকে যেমন সামাজিক বনায়নের মাধ্যমে হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন হচ্ছে। অপরদিকে উক্ত বন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে উপকূলীয় জনগণের জানমাল রক্ষা করছে।’

এছাড়াও বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, চর আমান উল্যার ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, সাংবাদিক আব্দুল বারি বাবলু, ইউপি সদস্য আবুল বাসারসহ উপকারভোগীরা।

এএইচ/