জাতীয় সংসদের এ বছরের প্রথম অধিবেশন বিকালে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন বসছে রোববার বিকেল ৪টায়। এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। এরইমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরবেন তিনি।
সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে।
সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।
অধিবেশন উপলক্ষে ইতিমধ্যে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদেরও কোভিক টেস্ট করা হয়েছে।
এদিকে, কোভিড পরিস্থিতি বিবেচনায় এ অধিবেশনের নিউজও সংসদে যেয়ে কভার করতে পারছেন না সাংবাদিকরা। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি পাচ্ছেন। এজন্য সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেস্ট করা হয়েছে।
এএইচ/