১১ হাজার টাকা খরচ করে করোনা রোগীর সঙ্গে ডিনার!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
করোনার রোগী থেকে যখন মানুষ দূরে থাকতে চায়, তখন ইতালির কিছু মানুষ করছেন উল্টোটা। করোনা রোগীর সঙ্গে ডিনার করতেই সোখানে লাইন দিচ্ছেন অনেক মানুষ। এ জন্য ১১ হাজার টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত তারা।
চলুন জেনে নিই সেখানকার মানুষের এমন পাগলামির কারণ।
ইতালির মানুষ কোভিডের টিকা এড়াতেই নাকি এমনটা করছেন। উল্লেখ্য, ইতালি সরকার চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৫০ বছরের বেশি বয়সি সব নাগরিকের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। আর সেই টিকা যদি কেউ না নেন, তবে বড় জরিমানা দিতে হবে সেই ব্যক্তিকে। এছাড়া তাদের চাকরিও চলে যেতে পারে।
এমন পরিস্থিতিতে, মানুষ টিকা এড়াতে নতুন উপায় খুঁজছেন। আর এ জন্য টাকা খরচ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কারণ করোনা পজিটিভ হলে কিছু সময়ের জন্য টিকা দেওয়া হয় না!
সম্প্রতি টাস্কানিতে একটি কোভিড পার্টি প্রকাশ পেয়েছে, যেখানে লোকেরা করোনা আক্রান্ত হতে রাতের খাবার খাচ্ছিলেন এবং মদ্যপান করছিলেন। এই পার্টিতে অংশগ্রহণের ফি রাখা হয়েছে ১১ হাজার টাকা।
এক প্রতিবেদনে এক টিকা না নিতে চাওয়া ব্যক্তি লিখেছেন যে আমি ভীষণভাবে একজন কোভিড পজিটিভ ব্যক্তির সন্ধান করছি, তার জন্য আমি টাকা দিতেও প্রস্তুত।
সূত্র: এবিপি আনন্দ অনলাইন
এসবি