ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিডের পর কত দিন মদ্যপান একদম মানা? 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

টিকার কারণেই হোক আর যে কারণেই হোক না কেন, আগের দু'বারের চেয়ে এবারে করোনার ভয়াবহতা কিছুটা কম। এবারের আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে রয়েছেন। অনেকেই আবার কোভিড জয় করে সুস্থতার পথে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর এমন অবস্থায় অনেকেই অল্প হলেও চুমুক দিতে চাইছেন মদের গ্লাসে। কিন্তু শারীরিক এই অবস্থায় মদ্যপান করা কি উচিত? 

এ কথা আর বলার অপেক্ষা রাখেনা যে, মদ্যপান সবসময়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তবে কোভিড কিংবা অন্য  কোনও ভাইরাসজনিত রোগ থেকে সেরে উঠলে সহসাই মদ্যপান করা ঠিক নয়। 

চিকিৎসকের পরামর্শ, মদ্যপান থেকে দূরে থাকাই ভালো। তারপরেও এটি যদি আপনার জীবন যাপনের ক্ষেত্রে অপরিহার্য মনে হয়ে থাকে তাহলে পুরোপুরি সুস্থ হয়ে তবেই মদ্যপান করা উচিৎ এবং তা পরিমিত পরিমাণে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, শুধু কোভিড নেগেটিভ হলেই কিন্তু আপনি সুস্থ নন, এজন্য শারীরিকভাবে পুরোপুরি সুস্থ বোধ করতে হবে। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/