ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘নির্বাচন ঘনিয়ে এলেই বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

নির্বাচন ঘনিয়ে এলে বিদেশী শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশ ও গণতন্ত্র বিরোধী চক্রান্ত শুরু করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “নির্বাচন ঘনিয়ে এলে বিদেশী শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশ ও গণতন্ত্র বিরোধী চক্রান্ত শুরু করে। এবারো আবার তা শুরু করে জনগণকে নানভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালোনো হচ্ছে। এ সম্পর্কে সজাগ থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে এ সব মোকাবেলা করতে হবে।”

তিনি বলেন, “এ দেশ সম্পর্কে কোন সিদ্ধান্ত নেয়ার মালিক এ দেশের জনগণ। বিএনপি-জামায়াত বার বার বিদেশীদের কাছে নালিশ করে দেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি তত্ত্বাবধায়ক  সরকারের দাবি সম্পর্কে বলেন, সংবিধান অনুযায়ী এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না।”

তিনি একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। কীভাবে তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকছেন তা দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
সূত্র: বাসস
এসএ/