ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জয়পুরহাটে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

জয়পুরহাটে চারমাস বয়সী এক  শিশুকন্যাকে হত্যা করার  অপরাধে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  এক বছরের সশ্রম  কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে  জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। মামলা থেকে দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত  জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন, নিহত শিশুর  চাচা জুলজালাল ও চাচি তোহুরা বেগম। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২২ জুলাই বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের  চারমাস বয়সী কন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পার্শ্ববর্তী মাঠে হাঁস খোঁজতে যান।  এই সুযোগে পূর্ব শক্রতার জের ধরে আসামী জহুল ইসলাম বাড়ির পেছনে ডোবায় শিশু সুমাইয়াকে হত্যার উদ্দেশ্য ফেলে রেখে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন  সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশি জহুরুল ইসলাম, দেবর হবিবর রহমানের ছেলে জুলজালাল  ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত  এ রায় প্রদান করেন ।

এ বিষয়ে জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়গুলো নিশ্চিত করেছেন।
কেআই//