ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লক্ষ্মীপুরে বনবিভাগের ৪০ লাখ টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনসাধারণকে উদ্ধুদ্ধ করতে লক্ষ্মীপুরে ১০১ জন উপকারভোগীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লভ্যাংশের ৪০ লাখ টাকার চেক বিতরণ করেছে বনবিভাগ। 

মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা এসএফপিসি আয়োজিত অনুষ্ঠানে লভ্যাংশের টাকার চেক তুলে দেন নোয়াখালী উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া। 

এ সময়ে উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম। 

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক বনায়নের বিক্রিত গাছের অর্থের ৪৫ ভাগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় উপকারভোগীদের ৫৫ ভাগ দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। 

এএইচ/