নায়ক রিয়াজ কেন হাউমাউ করে কাঁদলেন?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজকে নিয়ে সোমবার থেকে নানা সমালোচনা চলছে। এফডিসিতে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে তার কান্না করার বিষয়টিকে হাস্যকরভাবে নিয়েছে বেশিরভাগ মানুষ। সিনেমার সংশ্লিষ্ট অনেকেই রিয়াজের কান্নাকে ‘নাটক’ বলে তাচ্ছিল্য করেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ নিজেই।
কেন এমন করে কাঁদলেন রিয়াজ? জবাবে এ নায়ক বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনি গান করেছি। এই গানটি যখন বাজছিল, তখন সত্তরোর্ধ্ব একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন। আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।’
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান। কাঞ্চন-নিপুণ প্যানেলের অধীনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ।
আরকে//