আবারও ভার্চুয়ালি শুরু হল সুপ্রিম কোর্টের বিচারকাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আবারও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুরু হল বিচার কার্যক্রম।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি শুরু হয়। একইদিন থেকে হাইকোর্ট বিভাগও ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনা করবে।
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত করার বিষয়ে নির্দেশনা জারি করে কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি (বুধবার) হতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এতদসংক্রান্তে জারি করা প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। হাইকোর্ট বিভাগও বিজ্ঞপ্তিতে একই কথা জানান।
এদিকে গত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তির পর থেকে গত ১৬ জানুয়ারি থেকে সপ্তাহে চার দিন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।
এসবি/