বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না: তৈমূর আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
নারায়ণগঞ্জের বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার বলেছেন, দল বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না, অন্য কোন দলেও যোগ দেব না। দলের একজন অনুগত কর্মী হিসেবেই কাজ করে যাবো।
বুধবার দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম’র বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।’
বহিষ্কারের ব্যাপারে তৈমূর বলেন, ‘আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবী দরকার হয় না। দলের সিদ্ধান্ত আমাকে টেলিফোনে বা চিঠিতে কেউ জানায়নি। তবে দলের সিদ্ধান্ত নেমে নিলাম, জানান তিনি।
‘আমাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কর্মী থেকেতো বহিষ্কার করেনি। দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না।’
এছাড়াও তৈমূর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো যে আপনি দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিন। ইতিহাসে আপনার নামটা ভালোস্থানে লেখা থাকবে। আর যদি অনুমতি না দেন এটার বিপর্যয় যে কি হবে সেটা ভবিষ্যত বলে দিবে।’
‘আমি মনে করি, রাজনীতি করতে গেলে একটা রাজনৈতিক দলের দরকার হয়, পদ-পদবীর খুব একটা দরকার হয় না। যদি ক্লিন ইমেজ থাকে, জনগণের সঙ্গে যদি সম্পর্ক থাকে তবে আপনার ডাকে জনগণ বের হবে। জনগণ বের হলেই আপনি রাজনীতিটা করতে পারবেন। অতএব এটা নিয়ে আমার চিন্তা-ভাবনার কিছু নেই’ বলেন তৈমূর।
বিএনপির বহিষ্কৃত এই নেতা বলেন, ‘আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী। আমার চিন্তা-ভাবনা সেভাবেই থাকবে। আমি জীবনভর মানুষের পক্ষে কথা বলেছি, খেটে খাওয়া মানুষের অধিকার আদায় করাই আমার রাজনীতি। সেই রাজনীতি আমি করে যাব।’
দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমূর আলম খন্দকার।
উল্লেখ্য, মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করা হল।
এএইচ/