ঠাকুরগাঁওয়ে মাক্স-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
করোনা সংক্রমণ বৃদ্ধিকালে মানুষজন যেন নিরাপদ থাকতে পারে সেই লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের চারটি পয়েন্টে এক হাজার পথচারীর মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন আরএসডিও-এর নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা।
এসময় সংগঠনের কর্মীরা করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সব সময় সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয় এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে মাস্কবিহীন পথচারী, ফুল ব্যবসায়ী, দোকান কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, অটোরিকশা ও গাড়ির যাত্রী, চালকদেরকে মাস্ক পড়িয়ে দেন।
প্রতিষ্ঠানের পরিচালক ইকলিমা খাতুন মিনা জানান, পথে পথে আমরা করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষের কথা ভেবে সচেতনতামূলক কর্মক্রম চালিয়ে যাচ্ছি। স্বেচ্ছাসেবী সংগঠন আর এস ডিও-এ্ইসব উপকরণ সরবরাহ করে।
কেআই//