স্বেচ্ছায় করোনা সংক্রমিত, অবশেষে টিকাবিরোধী শিল্পীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৪ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৭ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
স্বেচ্ছায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়া চেক রিপাবলিকের টিকাবিরোধী লোকসংগীত শিল্পী হানা হরকার মৃত্যু হয়েছে। তিনি করোনা টিকার বিরোধী ছিলেন এবং নিজের ইচ্ছায় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
মৃত ওই সংগীতশিল্পীর ছেলের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন হানা হরকা। তার ছেলে জ্যান রেক জানান, ৫৭ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়েছে রবিবার।
জ্যান রেক আরও জানান, টিকা নেওয়া ছেলে ও স্বামী করোনায় আক্রান্ত হলে হানা স্বেচ্ছায় সংক্রমিত হন।
জ্যান বলেন, তিনি স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে বাস করতে চেয়েছিলেন। টিকা নেওয়ার চেয়ে রোগে আক্রান্ত হওয়াকেই বেছে নিয়েছিলেন।
ছেলে জ্যান মায়ের মৃত্যুর জন্য স্থানীয় টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন। তার মতে, আন্দোলনের নেতারা তার মাকে টিকা না নেওয়ার জন্য বুঝিয়েছেন।
তার ভাষ্য, "আমার দুঃখ হলো তিনি একজন অচেনাকে নিজের পরিবারের চেয়ে বেশি বিশ্বাস করেছিলেন"।
এসবি/