ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

শ্রীপুরে ইঞ্জিনসহ ট্রেনের দুই বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৭ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
 
শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার হারুনুর রশিদ ও জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শহিদুল্লা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে দিকে শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশনের কাছে  ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। 

এ সময় তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ বগি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

তবে, অন্যলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এএইচ/