ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গুলশান-১ ‘স্বপ্ন’র সাত বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

সাত বছরে পা রাখলো গুলশান-১ নাম্বারে অবস্থিত সুপারশপ ‘স্বপ্ন’র শাখার। গ্রাহকদের পছন্দের তালিকায় থাকা এই আউটলেটটি ২০১৫ সালে যাত্রা শুরু করে। 

বৃহস্পতিবার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল এ শাখার গ্রাহক ও স্বপ্নকর্মীদের মাঝে উৎসবের আমেজ।

পুরো আউটলেট প্রাঙ্গন সাজানো হয়েছিল রংবেরং-এর বেলুন দিয়ে। মনোমুগ্ধকর এক পরিবেশে আউটলেটের পক্ষ থেকে প্রবেশপথে গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুপুর ১টায় আউটলেটে হাজির হান স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। 

কেক কাটার সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন’র হেড অব অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব বিজনেস ডেভলপমেন্ট এহসান মাহবুব, সিনিয়র রিজিওনাল অপারেশন ম্যানেজার কামরুজ্জামান স্বাধীন, রিজওনাল অপারেশন ম্যানেজার আশরাফুল ইসলাম, হেড অব বিজনেস (পিঅ্যান্ডপি)-এর সৈয়দ মমতাজ উদ্দিন, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট নুরুল হাসান রুপক, হেড অব কাস্টমার একুইজিশন এস এন নাজনীন, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, গুলশান-১ শাখার আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, জুয়েল হাসানসহ অনেকে। 

আউটলেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ দশজন গ্রাহকদের হাতে আলাদাভাবে পুরস্কারও তুলে দেয়া হয়।
এসএ/