ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

শনাক্ত এবার ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‌ওমিক্রনের প্রভাবে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৪৩৪ জন। গত ১০ আগস্টের পর আজই শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল।

এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ১৯২ জনে। এর আগের দিন (২০ জানুয়ারি) ১০ হাজারের বেশি শনাক্ত ও চার জনের মৃত্যু হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি। এতে মোট শনাক্ত হয় ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫২ জন। যা নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জনে। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, করোনা বিষয়ক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্ব সংক্রমিত হয়েছেন আরও ৩৬ লাখ ২৮ হাজার ৭ জন। আর মৃত্যু হয়েছে ৯ হাজার ২১২ জনের।

যা নিয়ে এ পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৮৯৬ ও ৫৫ লাখ ৯৫ হাজার ৩৩৮ জনে। 

এনএস//