ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

তামিমের ফিফটি, শাহজাদ-রিয়াদ ঝড়ে ঢাকার বিশাল স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদ

তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদ

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে তামিমের ফিফটি এবং শাহজাদ ও রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৩ রানের বিশাল স্কোর গড়েছে মিনিস্টার ঢাকা।

শুক্রবার সন্ধ্যায় মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ব্যাট করতে নেমে ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল দলকে দারুণ সূচনা এনে দেন।
 
মাত্র ৮ ওভারেই উদ্বোধনী জুটিতেই দুজনে তুলে নেন ৬৯ রান। যদিও ৯ম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরতে হয় শাহজাদকে। আফগান এই ওপেনার সাজঘরে ফেরার আগে ২৭ বলের মোকাবেলায় করেন ৪২ রান, হাঁকান ৮টি চার। 

তার বিদায়ের পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তামিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪১তম অর্ধশতক পূর্ণ করতে তামিম খেলেন ৪১ বল। তার দারুণ এই ইনিংসটি থামে পরের বলেই। ৪২ বলে ৫০ রানের ইনিংসে তামিম হাঁকান ৭টি চার।

এরপর নাঈম শেখ ১১ বলে ৯ ও অদ্ভুতভাব রানআউট হয়ে আন্দ্রে রাসেল ৩ বলে ৭ রান করে সাজঘরে ফিরলে ঢাকার রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। তবে উইকেটে সেট হয়ে খুলনার বোলারদের ওপর চড়াও হন মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ ওভারে সাজঘরে ফেরার আগে মোকাবেলা করেন ২০টি বল, তাতেই ২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক। 

এছাড়া জহুরুল ইসলাম অমি ১১ বলে ১২ রান করে আউট হলেও শুভাগত হোমের ৪ বলে ৯ ও ইসুরু উদানার ২ বলে ৬ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারানো ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান।

খুলনার পক্ষে কামরুল ইসলাম রাব্বি একাই শিকার করেন ৩টি উইকেট, যদিও ৪ ওভারে ৪৫ রান খরচ করেছেন তিনি। এছাড়া একটি উইকেট পেয়েছেন থিসারা পেরেরা। বাকি দুইটি হয় রানআউট।

এনএস//