ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নোবিপ্রবিতে সশরীরে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১০:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সকল ক্লাস-পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস সমূহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ সীমিত পরিসরে ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সশরীরে নোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিভাগগুলো চাইলে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে অনলাইনে ক্লাস চালিয়ে নিতে পারবেন। আর আবাসিক হল সমূহ খোলা থাকবে বলে তিনি জানান।
কেআই//