ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বিজ্ঞান অলিম্পিয়াডে কোয়ান্টাম কসমো কলেজের শিক্ষার্থীর কৃতিত্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর প্রাথমিক বাছাই পর্বে লামায় কলেজ বিভাগে প্রথম হয়েছেন কোয়ান্টাম কসমো কলেজের শিক্ষার্থী। 

২১ জানুয়ারি, শুক্রবার বান্দরবান লামার সরকারি মাতামুহুরী কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর প্রাথমিক বাছাই পর্বের উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাত জন বিজয়ীর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুজন শিক্ষার্থী প্রথম ও সপ্তম স্থান অধিকার করেন। 

প্রথম হয়েছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার রাফি ও সপ্তম স্থান পেয়েছেন একাদশ শ্রেণির পারভেজ আলম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল।

বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য। ২১ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ২৮টি কেন্দ্রে বিভাগীয় অলিম্পিয়াড নামে নির্বাচিতদের নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৯ ও ১০ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১-এ লামা উপজেলার লামা টাউন হলে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় বিভাগেই প্রথম হন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান প্রোজেক্টে ড্রোন (কোয়াডকপ্টার) তৈরি করেও প্রথম হয়েছেন কোয়ান্টাম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এসএ/