ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নোয়াখালীতে কোভিড শনাক্তের হার ১৮.৮৬

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫৩০টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪১২ জনে। নতুন শনাক্তের হার শতকরা ১৮ দশমিক ৮৬ ভাগ।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সবশেষ জেলার তিনটি ল্যাবে ৫৩০টি নমুনা পরীক্ষায় জেলার সদর উপজেলায় ৪৩, বেগমগঞ্জে ৫, সোনাইমুড়ীতে ৪, সেনবাগে ৪, কোম্পানীগঞ্জে ৪৩ ও কবিরহাটে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

জেলায় গত ২৪ ঘণ্টায় কোন রোগির সুস্থ্যের খবর পাওয়া যায়নি। তবে, আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১২২ জন এবং হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১০ জন রোগি।

এএইচ/