ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৭ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার

সৌদি আরবে বসবাসরত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রবাসীদের সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক মোহাম্মদ ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয়। বুধবার সৌদি আরবের তাজ হোটেলে সংবর্ধনা ও পুর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মোস্তাফা জাহেদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্টনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

সংবর্ধিত ফিরোজ বলেন, প্রবাসীদের বিপদে-আপদে পরিষদ এগিয়ে আসাসহ দেশে ক্ষতিগ্রস্ত, দুস্থ্য ও অসহায় মানুষের পাশে যেভাবে সেবা করে আসছে তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বিত্তবানদের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাঙ্গুনিয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।