ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী ডা. আসাদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০৮:২৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

শহীদ বুদ্ধিজীবী মেজর ডা. আসাদুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) আমানউল্যাহ ইউনিয়নের চেউড়িয়াস্থ মা ও শিশু স্বাস্থ্যসেবা সদনে দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। শহীদ বুদ্ধিজীবী মেজর ডা. আসাদুল হক এর পরিবারের সদস্য মেহবুব আলী হক, এডভোকেট মাজাহারুল ইসলাম ঠাকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক সুমা হক, চেউড়িয়া মা ও শিশু স্বাস্থ্যসেবা সদন ও চামেলী ফাউন্ডেশনের সভাপতি ডা. তৈয়ব সিকদার, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ডা. সমীর রঞ্জন দাস, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, দলিল আহমদ, ইউপি সদস্য মো. আলমগীর, সমাজকর্মী মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী মেজর ডা. আসাদুল হক সন্দ্বীপের প্রথম এমবিবিএস ডাক্তার। যিনি একাত্তরে পাক হানাদারের হাতে নিহত হন। দেশের জন্য তাঁর বীরত্বগাঁথা অবদান আজকের প্রজন্মের অনেকেই জানে না। এই মানবিক উদ্যোগ আগামীতেও চলমান থাকবে। 

অনুষ্ঠানে এডভোকেট মাজাহারুল ইসলাম ঠাকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুমা হক চামেলী ফাউন্ডেশন পরিচালিত চেউরিয়া মা ও শিশু স্বাস্থ্য সেবা সদনের জন্য নগদ ২০ হাজার টাকা পরিচালক ডা. সমীর রঞ্জন দাসের হাতে তুলে দেন, এছাড়া এক কন্যাদায়গ্রস্থ মায়ের হাতেও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। 
কেআই//