পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
আন্তর্জাতিক শিক্ষা দিবস ২৪ জানুয়ারি, সোমবার। করোনাভাইরাসের প্রার্দুভাবে সারাবিশ্বের শিক্ষা ব্যবস্থার হুমকি বিবেচনায় ইউনেস্কো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’।
বিভিন্ন বেসরকারি সংগঠনের পাশাপাশি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছরের ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলোতে দিবসটি পালিত হচ্ছে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচির সাফল্যসহ আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে ৪ নম্বর লক্ষ্য এবং উল্লেখযোগ্য নানা আন্তর্জাতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্য সামনে রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে সোমবার বিকেল ৩টায় ব্যানবেইস ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার প্রাতিষ্ঠানিক জোট গণসাক্ষরতা অভিযান সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল শিক্ষা সংলাপের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
এসএ/