ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিমানের চাকায় চড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার অংশে একজন লুকিয়ে থাকা জীবিত মানুষকে খুঁজে পেয়েছে ডাচ পুলিশ।

জোহানেসবার্গ থেকে আমস্টারডাম পর্যন্ত বিমান পৌঁছাতে প্রায় ১১ ঘন্টা সময় নেয়। কার্গো বিমানটি কেনিয়ার নাইরোবিতে একটি বিরতি নিয়েছিলো বলে ধারণা করা হয়। 

এত উচ্চতায় ঠাণ্ডা এবং কম অক্সিজেনের কারণে দীর্ঘ সময় বিমানের চাকার অংশে লুকিয়ে থেকে বেঁচে থাকা খুবই অস্বাভাবিক।

পুলিশ বলছে, ওই ব্যক্তির বয়স ও জাতীয়তা এখনো জানান যায়নি। 

রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,

"বিমানের নাকের চাকার অংশে ওই ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে এবং তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "এটি বেশ লক্ষণীয় যে লোকটি এখনও বেঁচে আছে।"  

ডাচ সম্প্রচারকারী এনওএস-এর পাওয়া তথ্যে, ঘটনাস্থলে লোকটির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তবে অ্যাম্বুলেন্স আসার সময়ও তিনি প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে পারছিলেন। 

বিমানটির দেওয়া তথ্য অনুসারে, রোববার জোহানেসবার্গ থেকে শিফোল যাওয়ার একমাত্র কার্গোলাক্স মালবাহী বিমানটি নাইরোবিতে থামে। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা না কেনিয়ায় বিমানে উঠেছিলেন তা জানা যায়নি।

সূত্রঃ বিবিসি

আরএমএ