ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

মহামারি করোনার সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পর নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের আওতাধীন যেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা এখনও সম্পন্ন হয়নি উক্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে বন্ধ থাকবে।

এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

আরকে//