ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

কত ডোজে হবে টিকার বুস্টার ডোজ? 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

করোনাভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র- সিডিসির সাম্প্রতিক নতুন তিনটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। 

গবেষণাগুলোতে এই ভাইরাসের ওমিক্রন ধরনটির প্রতিরোধে বুস্টার ডোজের গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, ওমিক্রন সংক্রমণে হাসপাতালে ভর্তি রোধে ৯০ শতাংশ কার্যকর হতে পারে টিকার বুস্টার ডোজ। অর্থাৎ বুস্টারে ওমিক্রন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। 

এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে সম্পূর্ণ ডোজ টিকার সংজ্ঞা কী হবে? শুরুতে কোভিড টিকার দুই ডোজকে সম্পূর্ণ ডোজ হিসেবে ধরে নেওয়া হচ্ছিল। এখন কি তাহলে তিন ডোজকে সম্পূর্ণ ডোজ হিসেবে বিবেচনা করা হবে?

ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজের কার্যকারিত পরীক্ষায় এই তিনটি গবেষণাই প্রথম বাস্তবসম্মত গবেষণা, বলছে সিডিসি। 
গেল শুক্রবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি দুই ডোজ টিকা সম্পূর্ণ টিকা হিসাবে গণ্য হবে না? 

সিডিসির টিকা বিষয়ক উপদেষ্টা ডা. উইলিয়াম শ্যাফনার বলেন, “ আমি মনে করি দুইটি নয়, তিন ডোজ টিকা নিলেই কেবল তাকে সম্পূর্ণ ডোজ টিকার আওতায় বলে মনে করতে হবে।“

হাসপাতালসহ বিভিন্ন জরুরি বিভাগে কর্মরত প্রায় এক লাখ প্রাপ্তবয়স্ক মানুষের নমুনা নিয়ে এসব গবেষণা করা হয়েছে।  
সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেল ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম দিকে, যখন যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ ব্যাপক আকারে ছিল সে সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোধে ৯০ শতাংশ কাজ করেছে বুস্টার ডোজ। 

এদিকে যাদের দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস হয়েছে তবে বুস্টার নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে সংক্রমণের পর হাসপাতালে ভর্তি রোধ হয়েছে ৫৭ শতাংশ।

তবে যেহেতু সিডিসির গবেষণা বলছে যে, তৃতীয় ডোজেও ওমিক্রন থেকে সম্পূর্ণ সুরক্ষা সম্ভব নয়, তাহলে আবারও প্রশ্ন থেকেই যায়। বুস্টার ডোজটিও কি সম্পূর্ণ টিকা হিসাবে বিবেচিত হতে পারে?  

সূত্র: সিএনএন

এসবি/