আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন শাবি শিক্ষার্থীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
অনশনের ১৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অনশন ভাঙেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নতুন করে শপথ নিয়েছেন শিক্ষার্থীরা।
খাবারের দোকানপাট, হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ করে দেয়া, বিভিন্ন মাধ্যমে তাদেরকে ভয়ভীতি দেখানো, মেডিকেল টিম সেবা বন্ধ করে দেয়াসহ বিভিন্নভাবে আন্দোলন বন্ধ করে দেয়া চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।
শপথ বাক্যে তারা বলেন 'আমরা শপথ করছি যে, স্বৈরাচারী ফরিদ উদ্দীনের পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখব। অনশনরত ভাইবোনদের এতদিনের অকুতোভয় সংগ্রামের অনুপ্রেরণা বুকে ধারণ করে আরো দ্বিগুণ শক্তি ও তেজে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। তাঁদের এই দুর্বিষহ যন্ত্রণা আমরা বৃথা যেতে দেব না। দিন হোক, রাত হোক, আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না। আমরা আমাদের এক দফা দাবি আদায় করেই তবে ঘরে ফিরব।'
শপথবাক্য পাঠ শেষে অনশনকারীদেরকে আমরণ অনশন থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন আন্দোলকারীরা। এসময় আন্দোলনকারীরা বলেন, উপাচার্যের কাছে ২৮টি মানুষের প্রাণের মূল্য নেই। এ প্রাণগুলোর মূল্য সত্যিকার অর্থে কারো কাছে নেই। থাকলে এতোক্ষণে উপাচার্য পদত্যাগ করতেন। এ রকম ‘নির্লজ্জ’ ও ‘বেহায়া’ উপাচার্যের জন্য আমাদের সহপাঠীরা অনশন চালিয়ে মরে যেতে পারে না। একজন উপাচার্যের চেয়ে আমাদের কাছে আমাদের সহপাঠী, ভাই বোনদের প্রাণ অনেক বেশি দামি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কেউ অনশন ভাঙ্গেনি বলে জানা যায়।
অনশনকারীরা বলেছেন, আমরা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙব না। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন অনশনকারীদের কেউ কেউ। আন্দোলকারীরা বলছেন, উপাচার্যের পদত্যাগই হবে তাদের এই ত্যাগের প্রতি সম্মান।
কেআই//