অনশন ভাঙতে সম্মত আন্দোলনকারী শিক্ষার্থীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৯:১৯ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
অনশনকারী শিক্ষার্থীদের মাঝে জাফর ইকবাল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন ভাঙতে সম্মত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে এ কর্মসূচি প্রত্যাহার করার কথা জানান তারা।
এর আগে বুধবার ভোররাত চারটার দিকে মুহম্মদ জাফর ইকবাল অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ইয়াসমিন হক।
অনশনকারীরা জানান, শিক্ষকের উপর বিশ্বাস রেখে অনশন ভাঙতে সম্মত হয়েছেন তারা। তবে আন্দোলন চলমান থাকবে।
তারা আরও জানান, ‘অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, কারও কারও অবস্থা খুব সংকটাপন্ন, এসব বিষয় বিবেচনা করে আমরা যাতে অনশন ভেঙে ফেলি, সেই আহ্বান তিনি জানিয়েছেন। পরবর্তীতে স্যারের ওপর বিশ্বাস রেখে, আমরা অনশন ভেঙে ফেলি।’
মুহম্মদ জাফর ইকবাল আজ সকাল ছয়টা পর্যন্ত অনশনকারীদের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে হলের কয়েকশ’ ছাত্রী।
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, পুলিশের লাঠিচার্জ, গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পর উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করে তারা।
এএইচ/