নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১০:০২ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
প্রতীকী ছবি
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মর্ডান সিনটেক্স প্রতিষ্ঠানের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নিরব (৪০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব ভোলা জেলার লালমোহন থানার কালমা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ছাদের উপরে মেসিন দিয়ে কাজ করার সময় নিরব ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর নিরব মারা যান।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার পাঁচলাইশ থানা পুলিশ রাতে লাশের সুরতহাল প্রতিবেদনের পর লাশ পোস্টমর্টেম করতে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এএইচ/