ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ভারত ত্যাগের নির্দেশের পর দেশে ফিরলেন কনসুলার সামিয়ুল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৪:১৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

কনসুলার সামিয়ুল কাদির

কনসুলার সামিয়ুল কাদির

ভারতের কলকাতায় নিযুক্ত কনসুলার সামিয়ুল কাদিরকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাস। এই নির্দেশনা পেয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিনি।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তিনি। 

অনৈতিকতার অভিযোগে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানান, দপুর ১২টার পরপরই বৈধ পাসপোর্টে সামিউল কাদির বাংলাদেশে প্রবেশ করেন। একটি প্রাইভেটকার যোগে দ্রুত বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন তিনি।

এদিকে, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় সামিউল কাদিরের কাছে আকস্মিক ভারত ত্যাগের বিষয়ে জানতে চান স্থানীয় গণমাধ্যম কর্মিরা। তবে তিনি মুখ খুলেননি, দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।

এএইচ/