ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জামিন পেলেন শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ায় ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়ার আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) খোকন চন্দ্র সরকার ও আইনজীবী কানন আলম।

সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭) কে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মঙ্গলবার তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেদিন রাতে জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন সিলেট শহরের আম্বরখানার বাসিন্দা সুজাত আহমেদ লায়েক। মামলায় আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। সুজাত আহমেদ লায়েক সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।

এদের মধ্যে করোনা আক্রান্ত নাজমুস সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন।

আন্দোলনে অর্থ সহায়তা করায় সাবেক শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনায় আজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক মুহাম্মদ জাফর ইকবাল। অনশনের সাত দিনের মাথায় অনশন ভাঙাতে গিয়ে তিনি আজ নিজেই আন্দোলনকারীদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থের জন্য আমার কাছে একটা লেখা চাওয়া হয়েছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আমি এই সম্মানীর টাকাটা নিয়ে এসেছি। এই আন্দোলনের ফান্ডে টাকাটা দিচ্ছি। তোমরা রাখো। এবার পারলে আমাকে অ্যারেস্ট করুক।”

আরকে//