নেটফ্লিক্স-অ্যামাজনের সঙ্গে ৪৬৫ কোটি টাকার চুক্তি আনুশকার!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান আর সংসার সামলাতে গিয়ে দীর্ঘ সময় রুপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ চালু রেখেছেন এই নায়িকা।
জানা যায়, আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সঙ্গে আগামী ১৮ মাসের জন্য আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য চুক্তি করেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন। এই চুক্তির জন্য আনুশকাকে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে সংস্থাগুলো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা। চুক্তির বিস্তারিত আপাতত দুই পক্ষ থেকেই গোপন রাখা হয়েছে।
নেটফ্লিক্সের মুখপাত্র জানান, দ্রুত এই প্রজেক্টের তিনটি কাজ তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে। এই প্রজেক্টের একটি কাজ হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা অভিনীত ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা, যেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছে। তবে এ প্রসঙ্গে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামাজন।
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ক্যামেরার সামনে কাজ করা থেকে বিরতি নেন আনুশকা শর্মা। গেল বছর মেয়ে ভামিকার জন্মের পরও কাজে ফেরেননি এই নায়িকা। লম্বা বিরতির পর এবার বিগ বাজেটের তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস
এমএম/