ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিড: একদিনে রেকর্ড শনাক্ত, আরও ২০ মৃত্যু 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

দেশে একদিনে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ১৫ হাজার ৪৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

এটি একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এর আগে ২০২১ সালের ১৪ জুলাই শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ। 

২০২০ সালের ৮ মার্চ দেশে কোভিড রোগী ধরা পড়ার দিন সাত জনের নমুনা পরীক্ষা করে তিন জনের কোভিড শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৮৬ শতাংশ। তবে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সেটি রেকর্ডে ধরা হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় কোভিডে মারা গেছেন ২০ জন; আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৫ জনের।     

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক হাজার ৩২৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে নারী ১২ জন, পুরুষ আটজন। তাদের মধ্যে দশজন ঢাকায় মারা গেছেন। চট্টগ্রামে চারজন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের একজন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

এএইচএস/এসবি