ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

৫ ঘণ্টা পর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১০:১৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে জাহিন টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাত হোসেন জানান, ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁও, বন্দর সজ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় আগুন রাতে সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত চারটি ভবনে তল্লাশি চালাব। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

কারখানার শ্রমিকদের সরদার জসিম মিয়া বলেন,‘শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটি ছিল তাই কারখানা বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল।’ 

কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুম বিল্লাহ বলেন,‘কারখানার নিট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিং ও ওপেন সেকশনে কাজ চলছিল। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি ওপর তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে। এর পর দেখি ওপরের দিকে উঠতে শুরু করেছে। তারপর ছড়িয়ে পড়ে।’এসময় যারা সেখানে ছিলো তারা বাইরে চলে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘চারটি দোতলা ভবনে আগুন ছড়িয়ে গেছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হচ্ছে। ‘তবে কারখানা বন্ধ থাকার কারণে ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েননি তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।’

এদিকে ওই কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কাজ করছে। এর প্রভাব পড়েছে মহাসড়কে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর-সোনারগাঁওয়ের মোগরাপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল শুরু হয়।
কেআই//