ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিএফডিসিতে জনপ্রিয় ফেরদৌস, পেলেন সর্বোচ্চ ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

চিত্রনায়ক ফেরদৌস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। অঞ্জনা ও মৌসুমী ২২৫টি করে ভোট পেয়ে যৌথ ভাবে দ্বিতীয় হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। 

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তারমধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয় লাভ করেন ১০ জন এবং মিশা-জায়েদ প্যানেল থেকে ১১ জন বিজয়ী হন।
এসএ/